বিনা রক্তপাতে সম্পন্ন হলো ২৩০০ শিশুর সুন্নতে খতনা


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৩, ২:৫১ অপরাহ্ন /
বিনা রক্তপাতে সম্পন্ন হলো ২৩০০ শিশুর সুন্নতে খতনা

লক্ষ্মীপুরের রামগঞ্জে টার্কিশ ফুড মেলায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিনা রক্তপাত ও ব্যথামুক্ত পদ্ধতিতে ২ হাজার ৩০০ শিশুর সুন্নতে খতনা করানো হয়েছে। রামগঞ্জ পৌরসভার নরিমপুর এলাকায় স্মার্ট একাডেমিতে আয়োজিত মেলা ও চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। ৪ দিনব্যাপী এ মেলায় সম্পূর্ণ বিনামূল্যে শিশুদের খতনা করানো হয়।

৪ দিন ব্যাপী এ মেলায় ৫টি স্টলে টার্কিশ পিজ্জা, বার্গার, বিরিয়ানি, কফি, বাকলাভা ও লুকোমসহ ২০ ধরনের মুখরোচক খাবার পসরা সাজানো হয়েছে। খাবারগুলো খেতে স্থানীয় মানুষজন ভিড় জমিয়েছেন। গ্রামের মানুষগুলো বিদেশি খাবারের সঙ্গেও পরিচিত হয়েছেন।