গত বুধবার হিনডেনবার্গে রিসার্চের প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ভালো বিপদেই পড়েছে ভারতের আদানি গোষ্ঠী। প্রতিবেদন প্রকাশের দিনই আদানি গোষ্ঠীর শেয়ারের দাম পড়তে শুরু করে। সেই জেরে গতকাল শুক্রবার গৌতম আদানির সম্পদমূল্য ২ হাজার ২৬০ কোটি ডলার কমে গেছে। তাতে ফোর্বস–এর ধনীদের তালিকায় ৭ নম্বরে নেমে গেছেন। বুধবারও তাঁর স্থান ছিল চতুর্থ।
গৌতম আদানি স্টক জালিয়াতি করে সম্পদমূল্য বাড়িয়েছেন—প্রতিবেদনে এই অভিযোগ ওঠার পর বুধবার ভারতের শেয়ারবাজারের প্রধান সূচক সেনসেক্স ৭৭৪ পয়েন্ট পড়ে যায়। এর জেরে গতকালও ভারতের শেয়ারবাজারের বড় ধরনের পতন হয়েছে। দেশটির শেয়ারবাজারের প্রধান সূচক সেনসেক্স ৮৭৪ পয়েন্ট খুইয়েছে। গতকাল বোম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির বাজার মূলধন কমেছে ২৬৯ দশমিক ৭০ লাখ কোটি রুপি। এতে দালাল স্ট্রিটের বিনিয়োগকারীদের ক্ষতি হয়েছে ৬ দশমিক ৮ লাখ কোটি রুপি; কারণ, অনেকেই আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করেছেন।
ভারতীয় পত্রিকা ইকোনমিক টাইমস–এর খবরে অবশ্য শেয়ার সূচক পতনের পেছনে হিনডেনবার্গ প্রতিবেদনের সঙ্গে আরও কিছু কারণ উল্লেখ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :