বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না— নিরপেক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ সরকারপ্রধানকে জানিয়ে থাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। অর্থাৎ এডিপিভুক্ত প্রকল্পগুলো সবসময়ই আইএমইডি’র কঠোর নজরদারিতে থাকে যাতে সেখানে কোনো অনিয়ম বা দুর্নীতি না হয়।
অথচ সেখানে ঘটছে তার উল্টোটা। আইএমইডি’র ঊর্ধ্বতন কর্তাব্যক্তিদের বিরুদ্ধেই উঠেছে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। যেন ‘শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া’র মতো অবস্থা! বিশেষজ্ঞরা বিষয়টিকে ‘সরষের ভেতর ভূতের দৃষ্টান্ত’ বলেও মন্তব্য করেছেন।
আপনার মতামত লিখুন :