আলীকদমে ৩১ শিশুসহ ৮৪ রোহিঙ্গা আটক : রাতে পুশব্যাকের সিদ্ধান্ত


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন /
আলীকদমে ৩১ শিশুসহ ৮৪ রোহিঙ্গা আটক : রাতে পুশব্যাকের সিদ্ধান্ত

এপিসি ডেস্ক:

গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবানের আলীকদম উপজেলায় ৮৪ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে প্রশাসন।

 সোমবার (১১ নভেম্বর) সেনা বাহিনী, বিজিবি, পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পৃথক অভিযানে এসব রোহিঙ্গাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ৩১ জন শিশু রয়েছে। ৫৩ জন নারী, পুরুষ ও বৃদ্ধ রয়েছে।

সোমবার দুপুরে আটককৃতদের উপজেলা পরিষদ হলরূমে খাবার দেওয়া হয় এবং রাতে তাদেরকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের আলীকদম উপজেলার গহীন অরণ্যেপথে পুশব্যাক করার কথা জানিয়েছেন প্রশাসনের একটি সূত্র।

জানা যায়, মিয়াানমারের রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতি চলছে। এর জেরে এসব রোহিঙ্গা বিভিন্ন দালালচক্রের মাধ্যমে আলীকদমের দুর্গম কুরুকপাতা ইউনিয়নের সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে।

সীমান্তের এই পাহাড়ি এলাকাটি সংরক্ষিত মাতামুহুরী রিজার্ভ ফরেস্টের আওতাভূক্ত। অবৈধভাবে রোহিঙ্গা অনুপ্রবেশের খবর এর আগে থেকে গোয়েন্দাসূত্রে প্রশাসন জানতে পারে।

পরে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদেরকে সোমবার সকালে আটক করে। এ রিপোর্ট লিখা পর্যন্ত আটক রোহিঙ্গাদের উপজেলা প্রশাসন থেকে ৫৭ বিজিবির হেফাজতে দেওয়া হয়েছে বলে জানা গেছে। সোমবার রাতেই তাদেরকে পুশব্যাক করা হবে।

আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আকিব জাবেদ সাংবাদিকদের বলেন, দালালচক্রের মাধ্যমে আটক রোহিঙ্গারা আলীকদমের কয়েকটি সীমান্ত পথ দিয়ে অনুপ্রবেশ করেছিল। আমরা খবর পেয়ে তাদেরকে আটক করি।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ন দেব জানান, আটক রোহিঙ্গাদের পুশব্যাক করার জন্য বিজিরি কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযান অব্যাহত রাখা হবে।