আলীকদমে স্বেচ্ছাসেবী ‘পর্বত’ সংগঠনের ইতিবাচক কর্মকান্ড


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৪, ৭:০৬ পূর্বাহ্ন /
আলীকদমে স্বেচ্ছাসেবী ‘পর্বত’ সংগঠনের ইতিবাচক কর্মকান্ড

প্রেসক্লাব  ডেস্ক:

পাহাড়ি উপজেলা আলীকদমের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বিনাপারিশ্রমিকে শিখন-শেখানো কার্যক্রম পরিচালনা করছে ‘পর্বত’ নামের একটি যুব ও সমাজকল্যাণমূলক বেসরকারি সংগঠন। এ সংগঠনের উদ্যোক্তাদের অনেকেই শিক্ষক, শিক্ষার্থী ও চাকুরীজীবি। সংগঠনটির উদ্যোক্তাদের এ ধরণের শিক্ষা-সংস্কৃতিমূলক পরিসেবা দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রশাসনের শীর্ষকর্মকর্তারাও।

গত মঙ্গলবার (১৫ অক্টোরব) সংগঠনটির উদ্যোগে উপজেলার রূপমুহুরী রিসোর্টে অনুষ্ঠিত হয় ওরিয়েন্টেশন, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অথিতি ছিলেন আলীকদম সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল শওকাতুল মোনায়েম, পিএসসি। আর্থিকভাবে অসচ্চল শিক্ষার্থীদেরকে পড়াশোনা সহায়তায় ফ্রি টিউশনি ও শিক্ষা-সংস্কৃতিমূলক কর্মকান্ডের বিষয়টি অবগত হয়ে তিনি ‘পর্বত’ সংগঠনের নেতৃবৃন্দের প্রশংসা করেন। সংগঠনটির ইতিবাচক পদক্ষেপের পাশে থাকার আশ^াসও দেন তিনি।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আলীকদম উপজলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত সহকারি কমিশনার (এসিল্যান্ড) রূপায়ন দেব, উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সোহেল রানা প্রমুখ। এসিল্যান্ড রূপায়ন দেব বলেন, শিক্ষা সবার অধিকার। কাউকে শিক্ষা থেকে বঞ্চিত হতে দেওয়া যাবে না। তিনি পর্বত সংগঠনের শিক্ষাবান্ধব কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

পর্বতের সভাপতি মোঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, মাতামুহুরী সরকারি কলেজের প্রভাষক মোঃ আব্দুর রহিম, প্রভাষক মনজুর ইলাহী, বিএনপি নেতা জুলফিকার আলী ভুট্টো, মোঃ ইউনুছ মিয়া, মনসুর আলম, আলীকদম কলেজের প্রভাষক রেজাউল করিম, আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক রফিকুল ইসলাম, পর্বত যুব ও সমাজ কল্যাণ সংস্থা সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি জুলকার নাইন।

উল্লেখ্য, পর্বত যুব ও সমাজ কল্যাণ সংস্থার শিক্ষা কার্যক্রমের পাশাপাশি, পিঠা উৎসব, হস্তশিল্প প্রদর্শনী এবং দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে।

প্রতিবেদক: মমতাজ উদ্দিন আহমদ, সভাপতি, আলীকদম প্রেসক্লাব।