আলীকদম মুরং কমপ্লেক্সের শিক্ষার্থীদের পাশে সেনা জোন


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৪, ৮:৩০ পূর্বাহ্ন /
আলীকদম মুরং কমপ্লেক্সের শিক্ষার্থীদের পাশে সেনা জোন

প্রেস বিজ্ঞপ্তি:

আলীকদম সেনা জোনের তত্ত্বাবধানে বৃহস্পতিবার (০৩ অক্টোবর) স্থানীয় মুরং কমপ্লেক্সের ১৩০ জন শিক্ষার্থীর মাঝে উন্নতমানের খাবার প্রদান, ইলেকট্রিক ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীকদম সেনা জোনের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম, পিএসসি।

প্রধান অতিথি বলেন, বান্দরবান রিজিয়নের আলীকদম সেনা জোন শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেনা জোনের আওতাধীন দুর্গম এলাকার ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান, উন্নয়নমূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এ সকল কার্যক্রম চলমান থাকবে। আলীকদম জোন সর্বদা শিক্ষার বিকাশে কাজ করে আসছে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল স্তরের জনসাধারণের আপদকালীন সময়ে সেনাবাহিনী পাশে থেকে সহায়তা প্রদান করা হচ্ছে।

প্রতিবেদক: মমতাজ উদ্দিন আহমদ, সভাপতি, আলীকদম প্রেসক্লাব।