আলীকদমে পরিবেশ সুরক্ষায় কর্মশালা


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন /
আলীকদমে পরিবেশ সুরক্ষায় কর্মশালা
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন

প্রেসক্লাব ডেস্ক:

‘অনিয়ন্ত্রিত বৃক্ষ নিধন, মাতামুহুরী নদীর চরাঞ্চলে ক্ষতিকারক তামাক চাষ, সড়ক নির্মাণের নামে অপরিকল্পিত পাহাড় কর্তন, জুমচাষে ফায়ারলাইন না করে পাহাড়ে অগ্নিসংযোগ এবং প্লাস্টিক বর্জ্য ও পলেথিনের করাল থাবায় পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে।

ফলে পাহাড়ের পরিবেশ-প্রতিবেশ ও প্রাণবৈচিত্র্য দিনদিন হারিয়ে যাচ্ছে। প্রতিবছর বন্যা ও নদী ভাঙ্গন হচ্ছে এ জনপদে।’ পার্বত্য উপজেলা আলীকদমে কারিতাসের উদ্যোগে পরিবেশ সুরক্ষায় আয়োজিত কর্মশালায় বক্তারা এ কথা বলেছেন।

কারিতাসের সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওতায় মঙ্গলবার (১৯ নভেম্বর) দ্যা দামতুয়া হোটেল ইন রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

কারিতাসের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহেল রানা, আলীকদম সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দীন, মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন এলাহী ও প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমদ। এতে অর্ধ শতাধিক কারিতাসের উপকারভোগীরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় বান্দরবান জেলার পরিবেশের বর্তমান অবস্থা নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে অংশগ্রহকারীদের মধ্য থেকে গ্রুপভিত্তিক লিখিত মতামত নেওয়া হয়। পাাহাড়ের পরিবেশ ধ্বংসের জন্য বনাঞ্চলের পাশে ও জনবসতি এলাকায় ইটভাটা স্থাপন, তামাক চাষ, বৃক্ষ নিধন এবং প্লাস্টিক ও পলেথিনের ব্যবহার বন্ধ করার জন্য অংশগ্রহণকারীরা মতামত দেন।

এছাড়াও পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে স্যানিটেশন, নিরাপদ পানির উৎস সৃষ্টি, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।