আলীকদমে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন জয়নব, দেলোয়ার ও সেলিম


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ন /
আলীকদমে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন জয়নব, দেলোয়ার ও সেলিম

এপিসি ডেস্ক:

বান্দরবানের আলীকদম উপজেলায় শনিবার (৫ অক্টোবর) ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের অতিরিক্ত দায়িত্ব দায়িত্বে নিয়োজিত সহকারি কমিশনার (ভূমি) রূপায়ন দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংক্রান্ত আলোচনা সভায় উপজেলার তিনজনকে গুণী শিক্ষক সম্মাননা দেওয়া হয়েছে। তারা হচ্ছেন- অসতি ত্রিপুরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নব আরা বেগম, আলীকদম ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক দেলোয়ার হোসেন ও চৈক্ষ্যং আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ সেলিমুল হক।

‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন এ আলোচনা সভা ও গুণী শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন। এতে অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক ও উপজেলা শিক্ষা অফিসার মোশাররফ হোসেন খান, অফিসার ইনচার্জ খন্দকার তবিদুর রহমান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সরকারি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালন করা হয়। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়েথাকে। বর্তমানে বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে হয়।

প্রতিবেদক: মমতাজ উদ্দিন আহমদ, সভাপতি, আলীকদম প্রেসক্লাব।