আলীকদম সেনা জোনের উদ্যোগে বাজারে পরিচ্ছন্নতা অভিযান


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৪, ৭:৫৫ পূর্বাহ্ন /
আলীকদম সেনা জোনের উদ্যোগে বাজারে পরিচ্ছন্নতা অভিযান

প্রেসক্লাব ডেস্ক:

‘পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার অঙ্গীকার’ নিয়ে আলীকদম সেনা জোনের উদ্যোগে আলীকদম বাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে অনুষ্ঠিত এ পরিচ্ছন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীকদম সেনা জোনের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম, পিএসসি।

আলীকদম বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ নজরুল ইসলাম জানান, পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে আলীকদম জোন কমাণ্ডারের নির্দেশে সেনা সদস্যরা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন করেছেন।

বৃহস্পতিবার সকালে জোন কমান্ডারের নেতৃত্বে স্থানীয় বাজার ব্যবসায়ীরা বাজার প্রদক্ষিণ করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আলীকদম জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ মিলন, পিএসসি, উপজেলা নির্বাহী অফিসারের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত সহকারি কমিশনার (ভূমি) রূপায়ন দেব ও বাজারের ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে জোন কমাণ্ডার বলেন, ‘শারীরিক ও মানসিক সুস্থতার জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অপরিহার্য। সবাই মিলে একসাথে কাজ করলে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা গেলে চারপাশের এলাকাকে পরিষ্কার- পরিচ্ছন্ন রাখা সম্ভব।’

এ সময় জোন কমান্ডারকে স্থানীয়রা জানান, এর আগেও জোনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান হয়েছিল। কিন্তু ব্যবসায়ীরাই দোকানের ময়লাগুলি রাতে বাজারের রাস্তার ওপর ফেলে। এতে বাজারের অলিগলি প্রতিনিয়ত অপরিচ্ছন্ন থাকে। অভিযোগ শুনে জোন কমান্ডার প্রতিটি দোকানে ডাস্টবিন রাখার নির্দেশনা দেন।  

প্রতিবেদক: মমতাজ উদ্দিন আহমদ, সভাপতি, আলীকদম প্রেসক্লাব।