আলীকদম আওয়ামী লীগের নয়া সভাপতি জামাল উদ্দিন, সহ-সভাপতি দুংড়ি মং মার্মা ও সাধারণ সম্পাদক অংশেথোয়াই মার্মা


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৩, ১১:৪৮ পূর্বাহ্ন /
আলীকদম আওয়ামী লীগের নয়া সভাপতি জামাল উদ্দিন, সহ-সভাপতি দুংড়ি মং মার্মা ও সাধারণ সম্পাদক অংশেথোয়াই মার্মা

মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম
বুধবার (১২ এপ্রিল) আলীকদম উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে জামাল উদ্দিন, সহ-সভাপতি পদে দুংড়ি মং মার্মা ও সাধারণ সম্পাদক পদে অংশেথোয়াই মার্মা মনোনীত হয়েছেন।

সম্মেলন উপলক্ষ্যে আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল সামিয়ানা তৈরী করে সম্মেলন প্রস্তুতি কমিটি। দীর্ঘ ৫ বছর পর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

জামাল উদ্দিন, নয়া সভাপতি, আলীকদম উপজেলা আওয়ামী লীগ

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। উদ্বোধনী বক্তব্য দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা।

দুংড়ি মং মার্মা, নয়া সহ-সভাপতি, আলীকদম উপজেলা আওয়ামী লীগ

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, মোহাম্মেল হক বাহাদুর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কামরুল হাসান টিপুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং সভাপতি, সহ-সভাপতি ও সাধণণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

তিনি বুধবার বিকেল ৫ টা ২০ মিনিটে মাইকে আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে জামাল উদ্দিন, সহ-সভাপতি দুংড়ি মং মার্মা ও সাধারণ সম্পাদক হিসেবে অংশেথোয়াই মার্মার নাম ঘোষণা দেন।

অংশেথোয়াই মার্মা, সাধারণ সম্পাদক, আলীকদম উপজেলা আওয়ামী লীগ

উল্লেখ্য, বিগত ২০১৮ খ্রিস্টাব্দের ২৮ ফেব্রুয়ারি আলীকদম উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন মংব্রাচিং মার্মা ও দুংড়িমং মার্মা।

এবারের সম্মেলনে বান্দরবান জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পার্বত্যমন্ত্রীর অভিপ্রায়ে আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।