আগামী বছরের কোপা আমেরিকা যেন ২০২৬ বিশ্বকাপের ‘মহড়া’


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৩, ৪:১৪ অপরাহ্ন /
আগামী বছরের কোপা আমেরিকা যেন ২০২৬ বিশ্বকাপের ‘মহড়া’

আট বছর পর কোপা আমেরিকা ফিরছে যুক্তরাষ্ট্রে। দক্ষিণ আমেরিকা মহাদেশে শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টের পরবর্তী সংস্করণ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে আগামী বছর।

এ আসরে অংশ নেবে দক্ষিণ আমেরিকা মহাদেশের ১০টি দল এবং উত্তর–মধ্য ও ক্যারিবিয়ান অঞ্চল থেকে ৬টি দল অংশ নেবে।

শুক্রবার দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থা কনমেবল ও উত্তর–মধ্য আমেরিকান ফুটবলের সংস্থা কনক্যাকাফের যৌথ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এখনো চালু আছে এমন মহাদেশীয় টুর্নামেন্টগুলোর মধ্যে কোপা আমেরিকা প্রাচীনতম। ১৯১৬ সালে শুরু হওয়া লাতিন আমেরিকান টুর্নামেন্টটির শতবর্ষপূর্তির আসর বসেছিল যুক্তরাষ্ট্রে ২০১৬ সালে। সেটিই ছিল দক্ষিণ আমেরিকার বাইরে কোপা আমেরিকার প্রথম আয়োজন।