সাংবাদিকতা কী


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৩, ৭:৫৭ পূর্বাহ্ন /
<strong>সাংবাদিকতা কী</strong>

‘সাংবাদিকতা কী’! এ প্রশ্নের উত্তর আমাদের কমবেশি জানা। একটু ভেবে উত্তর করার সুযোগ পেলে আপনি নিজেই এ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কারণ আমরা যেসময় অতিক্রম করছি, বলা যায় সেটি তৈরি করেছে সাংবাদিকতা।

আমরা সাংবাদিকতার মধ্যে একেবারে ডুবে আছি। এত পরিচিত একটা প্রত্যয় সম্পর্কে আমরা দু’কথা বলতে পারব সেটা স্বাভাবিক। এ স্বাভাবিকতা অবশ্য কিছু জটিলতারও জন্ম দিয়েছে।

কারণ প্রতিটি মানুষই তার নিজের অভিজ্ঞতার আলোকে আকস্মিক সামনে আসা প্রশ্নের উত্তরগুলো দেয়।

আর মানুষের অভিজ্ঞতা এত বৈচিত্র্যপূর্ণ, সাংবাদিকতা কী, সে প্রশ্নের উত্তরও হয়ে যায় বৈচিত্র্যপূর্ণ। তবে স্বস্তির কথা এই যে, সব উত্তরই কমবেশি সঠিক।

সাংবাদিকতা

বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা পড়ান যারা, তাদের কেউ কেউ বলেন, না না, সাংবাদিকতা ‘পেশা’ হবে কেন, এটা ‘পেশা’র মতোই; কিন্তু ‘পেশা’ নয়।

সাংবাদিকতা ‘পেশা’ হলে তো সাংবাদিকদের লাইসেন্স নিতে হতো, দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়মিত লাইসেন্স নবায়ন করতে হতো; তা যখন সাংবাদিকদের করতে হয় না, সুতরাং এ কাজকে পুরো ‘পেশা’র স্বীকৃতি দেয়া যায় না।

পণ্ডিতরা অনেকেই বলেন, ‘জার্নালিজম ইজ অ কোয়াসি প্রফেশনাল জব, নট প্রফেশন।’

পশ্চিমা বিশ্বে একটা সময় সাংবাদিকতা হয়ে উঠেছিল একটা আদর্শ বা ইডোলজি, ‘জার্নাল-ইজ’ শব্দবন্ধে সে স্বাক্ষর তো অক্ষয় হয়ে গেছে।

অনেকেই দাবি করতেন, দুনিয়া বদলে দেয়ার একটা আদর্শ হচ্ছে সাংবাদিকতা।

সবার কথাই হয়তো ঠিক। কিন্তু যারা সাংবাদিকতা করছেন, সাংবাদিকতা করার জন্য বা সাংবাদিক হওয়ার জন্য তৈরি হচ্ছেন, তারা সাংবাদিকতাকে খুব সহজ করে নিজেদের মতো বুঝে নেন বা নিতে চান।

এ সহজ করে জানাতেই তাদের কাজ চলে যায়। তাদের কাছে সাংবাদিকতা হচ্ছে সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, ম্যাগাজিন বা সংবাদের ওয়েবসাইটের জন্য সংবাদ সংগ্রহ অথবা সংবাদ লেখা বা তৈরি করার কাজ।

আরেকভাবে বলা যায় কথাটা, নানা বিষয় বা প্রসঙ্গে দুনিয়ায় সর্বক্ষণ যে বাদানুবাদ চলেছে, সেসবের মধ্য থেকে মানুষের কাজে লাগতে পারে, মানুষের মনে বেদনা বা সুখ-দুঃখানুভব তৈরি করতে পারে এমন কথাবার্তা সংগ্রহ, যাচাই-বাছাই সেরে প্রতিবেদন তৈরি ও পরিবেশনার সেবামূলক কাজটিই হচ্ছে সাংবাদিকতা।

সংজ্ঞা যাই বলুক আর যেভাবেই দেয়া হোক না কেন, সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্টদের তা নিয়ে খুব মাথাব্যাথা থাকে না।

কাজের মানুষ সাংবাদিকতাকে চেনার চেষ্টা করেন সাংবাদিকতার কিছু একান্ত বৈশিষ্ট্যেও আলোকে। এ বৈশিষ্ট্যগুলোই সাংবাদিকতাকে আর দশটা কর্মকাণ্ড  থেকে পৃথকভাবে শনাক্ত করতে সাহায্য করে।

দুনিয়াজুড়েই সাংবাদিকতার নবীন শিক্ষার্থীদের এ বৈশিষ্ট্যগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তারই আলোকে সাংবাদিকতা কী, তা বুঝে নিতে পরামর্শ দেয়া হয়। আমরাও এ পর্যায়ে সেই বৈশিষ্ট্যগুলো আলোকপাত করতে চাই।

(চলবে…)