সেদিন মনে হয়েছিল, কুয়েতের সবকিছু ছেড়ে দেশে আসাটা সার্থক


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৩, ৪:১৩ অপরাহ্ন /
সেদিন মনে হয়েছিল, কুয়েতের সবকিছু ছেড়ে দেশে আসাটা সার্থক

হ্যাঁ, পরিকল্পনা তো থাকেই। বন্ধু, সহকর্মী, পরিবারের সবাই অনেক পরিকল্পনা করেন। সবাই দিনটি উদ্‌যাপন করতে চান। মায়ের রান্না, পারিবারিক অন্যান্য আয়োজনে দিনটি সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে ইচ্ছে করে। কিন্তু এবার আর জন্মদিনে প্রিয়জনদের সঙ্গে থাকা হচ্ছে না। আমি এখন (শনিবার দুপুরে) ফেনীর সোনাগাজীতে একটা স্টেজ শোতে যাচ্ছি। সেখানেই ভক্তদের সঙ্গে দিনটি ভালো কাটবে, আশা করি। এর আগেও একবার জন্মদিনে রাজশাহীতে স্টেজ শো ছিল। সেখানে ভক্তদের সঙ্গে দিনটি দারুণ কেটেছিল। ভক্তরা চিরকুট, ফুল, বার্থডে কার্ডসহ নানা কিছু উপহার দিয়েছিলেন। তাঁরাও কিন্তু আমার একটি পরিবার। বিশেষ দিনে তাই তাঁদের সান্নিধ্যটা ভীষণ আনন্দের।