আলীকদমে কারিতাসের এ্যাডভোকেসি-নেটওয়ার্কিক ফোরামের সভা


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৩, ২:১৪ অপরাহ্ন /
আলীকদমে কারিতাসের এ্যাডভোকেসি-নেটওয়ার্কিক ফোরামের সভা

বান্দরবানের আলীকদম উপজেলায় কারিতাসের উদ্যোগে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কারিতাসের সিপিপি পিইপি-২ আলীকদম উপজেলা অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি অংহ্লাচিং মার্মা হেডম্যান।

কারিতাসের সিপিপি পিএইপি-২ জাস্ট ইকোলজিক্যাল ট্রানজিশন এগ্রো-ইকোলজিক্যাল প্রাক্টিসেস ইন দ্যা সিএইচটি, আলীকদমের উদ্যোগে এ কর্মশালায় বক্তব্য করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপ্রুমং মার্মা, আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ ও কারিতাসের সিপিপি পিইপি-২ এর মাঠ কর্মকর্তা মিসেস জেসমিন চাকমা।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে আলীকদমের পরিবেশ-প্রতিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। এ কারণে উপজেলা সদরের বুক চিরে বয়ে যাওয়া মাতামুহুরী নদীর ভাঙ্গনে কয়েকটি এলাকার জনপদ বিলীন হওয়ার আশংকা রয়েছে। পাশাপাশি গ্রীষ্ম মৌসুমে উপজেলাজুড়ে বিশুদ্ধ খাবার পানির সংকটে দিনাতিপাত করেন এলাকাবাসী। জনস্বাস্থ্য প্রকৌশল থেকে যেসব প্রকল্প নেওয়া হয় তা এলাকাবাসীর চাহিদা মিটাতে পারছেনা। সভায় উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের কয়েকটি গ্রামীণ সড়ক পাকা করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য প্রস্তাব গ্রহণ করা হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান ও সঞ্চালনা করেন কারিতাসের সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মিসেস জেসমিন চাকমা।